হাজার হাজার মাইল পেরিয়ে আমরা উড়ে আসি এ দেশটারে সত্যি সবাই ভীষণ ভালোবাসি। নদীরজলে, দ্বীপ, হাওড়ে কিংবা বিলে ঝিলে সাগরপাড়ে,পুকুর, ডোবায় থাকি সবাই মিলে। যে ক টা মাস আমরা থাকি বাঁচাই পরিবেশ রূপে রঙে সাজাই সবে এই তোমাদের দেশ। দূর হিমালয়, রাশিয়া বা সাইবেরিয়া বাড়ি বেঁচে থাকার আশায় শুধু দূর দেশে দেই পাড়ি। কত্তো দুখে বেরিয়ে পড়ি কেউ জানে না হায় নিদয় শীতের কামড় কেমন যায়কী বলা যায়? আমরা থাকি এদিক সেদিক কিংবা বনাঞ্চলে সব কিছুযে যায় হারিয়ে হিম বরফের তলে। বাসাবাড়ি,খাদ্য খাবার সব পড়ে যায় ঢাকা এরি মাঝে বরফ - ঝড়ে যায় না বেঁচে থাকা? ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না খাদ্য খাবার নাই তখন মেলি হাওয়ায় পাখা বাঁচতে শুধু চাই। কারো ক্ষতি কেউ করি না নিরিবিলি থাকি সবাই জানে প্রতি বছর আসে শীতেরপাখি। তোমরা মানুষ বলতে পারো কেনো নিঠুর হও? গুলি করে মারো পাখি কোন পরানে কও? তোমরা পাষাণ জানো কতো ছল চাতুরীর ফাঁদ স্বজনহারা কান্না শোনে কাঁদে আকাশ চাঁদ। বারুদ বারুদ গন্ধ পেলে ডরে কাঁপে বুক কোন বিবেকে হত্যা করো পাখির মনের সুখ? তোমরা যারা মজা করে মাংস রেঁধে খাও সত্যি বলো আর্তনাদের শব্দ কীগো পাও? কেউকী ভাবো পাখিদেরও থাকতে পারে মন ভাবলেকী আর করতে এমন দুখের আয়োজন?
কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]