ভণ্ডপীর | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ভণ্ডপীর
মোহাম্মদ আব্দুল আজিজ

 

ভণ্ডপীরের গদিখানা
যেমন তেমন গদি না,
গদিনশিন পীরের না কী আস্তানাটাই মদিনা।


ভণ্ডপীর সবার বাবা
করেন নবির তুলনা,
ভক্তদেরে বলেন শুধু কোরান কিতাব খুল না।


বাবা না কী দিতেও পারেন
বেহেস্ত যাবার চাবি,
বায়েত হলেই বেহেস্তী এমনটাই তার দাবি।


ভক্তের মানত শিরনি
আরও কত কিছু পান,
বিনিময়ে সব সমস্যার তিনি করেন সমাধান।


স্বপ্নে প্রাপ্ত বই দেন
লন না কোনই হাদিয়া,
ভক্ত পড়ে বুক ভাসায় হায়! আঁখিজলে কাঁদিয়া।


দিনে থাকেন ধ্যানে মগ্ন
বাবা বড্ড গুণীমানী,
হয় যে মুশকিল আসান খেলে তারই পড়াপানি।


বাবার ডানে বায়ে খাদেম
চুমায় তাহার তক্ত,
ইচ্ছে হলে ঘুমান বাবা পাইলে রূপের ভক্ত।


বলেন জানেন কেরামতি
ভাবেসাবে কামিলদার,
আসলেই সে ভণ্ডপীর ভণ্ডামিই পেশা তার।।


কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]