দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য সরকার ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (১৪ মে) এফবিসিসিআই আয়োজিত ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
সভায় ভ্যাট-ট্যাক্সসহ ব্যবসা বাণিজ্যে প্রয়োজনীয় সব লাইসেন্স সুবিধা শতভাগ অনলাইন করার দাবি জানান ব্যবসায়ীরা। সেই সঙ্গে ট্রেড লাইসেন্সসহ সব সনদ তিন থেকে পাঁচ বছর মেয়াদে দেয়ার দাবিও জানান তারা।
সভায় বাণিজ্য অসুবিধা দূর করার দাবি জানান উদ্যোক্তারা। বিপরীতে সব সংকট দূর করার চেষ্টা চলছে বলে দাবি করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
এসময় সিপিডির গবেষণা পরিচালক খন্দকার ড. গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশে নতুন ব্যবসা শুরুর জন্য ডজনের ওপরে অনুমতি ও সনদ গ্রহণ করতে হয়। এসবের কোনোটিই শতভাগ অনলাইন সেবার আওতায় নেই।
যে কারণে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম অভিযোগ করেন, সনদ পাওয়ার জটিলতার কারণে বাংলাদেশে ব্যবসার খরচ বাড়ে। যার কারণে প্রতিবেশি দেশগুলোর তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশের উদ্যোক্তারা।