সিঙ্গাপুর চেকপয়েন্টে স্বর্ণ পাচারের দায়ে ঝিনাইদহের জিল্লুর রহমান আটক

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মালয়েশিয়া-সিঙ্গাপুর সীমান্তের চেকপয়েন্টে স্বর্ণ পাচারের দায়ে এক বাংলাদেশীসহ চারজন আটক হয়েছেন বলে জানা গেছে। আটক বাংলাদেশীর নাম জিল্লুর রহমান (৩০), বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপায়।

তবে জোহর-সিঙ্গাপুর কসওয়ের কোন চেকপয়েন্টে তিনি আটক হয়েছেন এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এটি বিশ্বের ব্যস্ততম চেকপয়েন্টগুলোর মধ্যে একটি। এখানে দুটো চেকপয়েন্ট রয়েছে, জোহর বাহরু চেকপয়েন্ট (মালয়েশিয়া) এবং উডল্যান্ডস চেকপয়েন্ট (সিঙ্গাপুর)।

জানা গেছে, ঝিনাইদহের জিল্লুর রহমান গত কয়েক বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করেন। তার বিরুদ্ধে স্বর্ণ চালানের অভিযোগ রয়েছে। তিনি কয়েক বছর ধরে মালয়েশিয়ায়ও যাতায়াত করছেন। তবে সিটিজেনসহ দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ব্যবসা করে আসছে।

অভিযোগ রয়েছে, জিল্লুর রহমান দুজন মালমেশিয়ান এবং একজন সিঙ্গাপুরিয়ানের সাথে মিলে এই ব্যবসা করেন। এদের প্রাথমিক পরিচয়ে জানা গেছে, সিঙ্গাপুরের কেনভিন (৪৫), মালয়েশিয়ার ইয়াং ও চিং (৩৭) এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী জিল্লুর রহমান। তারা সবাই এক সাথে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন যাবৎ।

ইমিগ্রেশনে গত ৩ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় এই চারজন আটক হয়। তাদের কাছে বিপুল পরিমাণে স্বর্ণের বার ও নগদ অর্থ পাওয়া যায়।

তারা বর্তমানে কোথায় বা কোন জেলে আছে জানা যায় নি।

এদিকে, সিঙ্গাপুর প্রবাসীরা এই ঘটনাকে বাংলাদেশের মানহানি হয়েছে বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের দীর্ঘমেয়াদী সাজা হওয়া উচিত, যাতে এই ধরনের অবৈধ ব্যবসা কোনো বাঙ্গালি আর না করে।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]