নিউ ইয়র্কে ‘মোহাম্মদ আব্দুল আজিজ’ র দুই বইয়ের মোড়ক উন্মোচন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

অনাড়ম্বর পরিবেশে হবিগঞ্জের নিউ ইয়র্ক প্রবাসী ‘মোহাম্মদ আব্দুল আজিজ’ র দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। নতুন দুটি বই যথাক্রমে ‘শ্রেষ্ঠ ছড়ার বই’ (ছড়াগ্রন্থ) এবং ‘গানের ডালি’ (গীতিকাব্য গ্রন্থ, ১ম খন্ড)। তিনি আজীজ আহমেদ এবং আব্দুল আজিজ নামেও লেখালেখি করতেন।

গত ২২ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে নিউ ইয়র্ক প্রবাসী হবিগঞ্জের মোহাম্মদ আব্দুল আজিজ গ্রন্থগুলোর মোড়ক উন্মোচিত হয়। নিউ ইয়র্কের মুক্তধারা ও একুশের চেতনা মঞ্চের যৌথ উদ্দোগে আয়োজিত ২১শে বইমেলায় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উক্ত বই দুটির মোড়ক উন্মোচন করেন ড. নজরুল ইসলাম।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘শ্রেষ্ঠ ছড়ার বই’ ছড়াগ্রন্থটি মুক্তধারা কতৃক আয়োজিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪-এর মুক্তমঞ্চে ২৬শে মে ২০২৪ ইং তারিখে মাঠভর্তি দর্শকশ্রোতা ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ড: জিয়া উদ্দীন আহমেদ আরো একবার মোড়ক উন্মোচন করেছিলেন। কিন্তু হাতে কোন ছবি না থাকায় তখন এর কোন নিউজ করা হয়নি। এ ছড়াগ্রন্থটি সিলেটের দর্পণ প্রকাশ ও ঢাকার লেখাচিত্র প্রকাশনীর যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে।

এবারের ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘গানের ডালি’ গীতিকাব্য গ্রন্থের ১ম খন্ড প্রকাশ করেছে এককভাবে ঢাকার লেখাচিত্র প্রকাশনী। এ বইটিসহ লেখকের অন্যান্য প্রকাশিত বই পাওয়া যাচ্ছে এবারের বাংলা একাডেমির বই মেলা প্রাঙ্গনে উক্ত প্রকাশনির ৮০২ নং স্টলে। ‘গানের ডালি’ শিরোনামের এ গ্রন্থটি তার দ্বিতীয় গীতিকাব্য গ্রন্থ।

উল্লেখ্য, ‘শ্রেষ্ঠ ছড়ার বই’ ও ‘গানের ডালি’ শিরোনামের এ বই দুটি ছাড়াও তার অন্য আরও কটি প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘আমার মায়ের হাসি’ (ছড়াগ্রন্থ), ‘ছড়ার ঘড়া উপুড় করা’ (ছড়াগ্রন্থ) ও ‘সুরের তরী’ (গীতি কাব্যগ্রন্থ)-’র নাম উল্লেখযোগ্য।

মোহাম্মদ আব্দুল আজিজ বাংলাদেশ বেতার সিলেট ও বাংলাদেশ টেলিভিশন, ঢাকার একজন তালিকাভুক্ত গীতিকার।