সংবাদ সম্মেলন ডেকেছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান, করতে হবে রেজিস্ট্রেশন

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে
ভলকার তুর্ক। ফাইল ছবি

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বুধবার (৩০ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন ডেকেছেন। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ওই সংবাদ সম্মেলনে যেসব সাংবাদিক উপস্থিত থাকতে চান, তাদের নাম এবং কর্মরত সংবাদ মাধ্যমের নাম নিচে উল্লেখিত ই-মেইল (anahitaahmed@un.org বা mdmofazzolhossain@un.org) ঠিকানায় আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। বুধবার দুপুর ১২টার মধ্যে পাল্টা মেইল পাঠিয়ে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের ভ্যেনুর কথা জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনের আয়োজন করতে পেরে আবাসিক সমন্বয়কারীর কার্যালয় আনন্দিত বলে বিবৃতিতে বলা হয়। সংবাদ সম্মেলন সংক্রান্ত কোনো কিছু জানতে নাদিম ফরহাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শুধু সাংবাদিকরা এই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন। সাংবাদিকদের সঙ্গে ফটোআইডি রাখতে বলা হয়েছে।

এদিকে ভলকার তুর্ক দুই দিনের এক সরকারি সফরে আগামীকাল ঢাকা আসছেন। সফরকালে তিনি সরকারি শীর্ষ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

আজ সোমবার (২৮ অক্টোবর) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরকালে হাইকমিশনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।

তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন।

তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

হাইকমিশনার তুর্ক তার সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।