তুমি আসবে বলে রেখেছি গুছিয়ে একমুঠো বাউরি বাতাস খণ্ডিত চাঁদ কে পূর্ণ হতে বলেছি মাতাল বুনো হেমন্তের শস্যর ঘ্রাণ রেখেছি বুকে সযত্নে। তুমি আসবে বলে, রাতজাগা পাখি ভোরের অপেক্ষায় নিঃসঙ্গ সরীসৃপ খোঁজে ফেরে তার সঙ্গিনী দেয়ালের টিকটিকিরা প্রকাশ্যে করে সঙ্গম শুকনো পাতার সরসর শব্দে ওঠে উল্লাসের গান। তুমি আসবে বলে, শহরগুলি শব্দহীন রাতের পতিতারা দেহদানে পায় তৃপ্তি প্রাণহীন অট্টালিকার ভাঁজে ভাঁজে নবপ্রাণের ছোঁয়া। তুমি আসবে বলে, দুপুরের নির্জনতা আরও বেশি নির্জন অশ্বত্থ গাছের শুকনো পাতারা ভেসে যায় মহা সমীরণে হাসনাহেনার গন্ধ মাতাল করে ধরণী ব্যার্থ প্রেমিকের নিরব যন্ত্রণা খসে পড়ে মাটিতে। তুমি আসবে বলে আমার নিঃসঙ্গ হাত আর কাউকে স্পর্শ করেনি উদাস মন আর বৈরাগী হতে চায় না।
কবির অন্য কবিতা:
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]