তোমার নাম দিলাম মনপোকা | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

তোমার নাম দিলাম মনপোকা
ওয়াহিদ জামান

তোমার একটা নাম থাকা চাই
কি নাম দেই বলতো
ধরো তোমার নাম দিলাম বুনোহাঁস
গ্রামীন ঝিলে ডুব দিয়ে ঝিনুক খুঁজছো
অথবা বড় কোন বেওয়ারিশ পুকুরের পানিতে কলমিলতা ঢলে পড়েছে যেখানে
তার পাশে পাশে চরে বেডাচ্ছ
নামটা পছন্দ না হলে আর একটা নাম দেই
তোমার নাম হোক তরুলতা
অবাঞ্ছিত গাছে গাছে জড়িয়ে আছ উদ্দেশ্যহীন ভাবে
হঠাৎ কালবোশেখী ঝড়ে বেসামাল হয়ে লুটে পড়ছো মাটিতে
এ নামটাও ভালো হলো না
আচ্ছা ঠিক আছে
তোমার নাম হোক কচুরিপানা
অলক্ষ্যে পড়ে থাকা জলাশয়ে তুমি থাকো
নানা মাছ ও জলজ প্রানীর আহার হয় তোমার শেকড়বাকড়
তারপর একদিন ঘরহীন মানুষের মতো বানের জলে ভেসে যাও বেনামি ঠিকানায়
এ নামটাও কি অপছন্দের
তাহলে তোমার আর কি নাম দেই
তোমার নাম হোক গোলাপ ফুল
অফুরন্ত রূপ-যৌবন ভরা সৌন্দর্যে মুগ্ধ করো কপোত-কপোতীর
সৌরভে মুখরিত করো নানা আয়োজন
এ নামটা তোমার পছন্দ হবে জানি
কিন্তু আমার আপত্তি আছে
গোলাপের বদান্যতার মতো তুমি নও
তুমি শুধু গোলাপের কাঁটার মতো বিদ্ধ করতে জানো মুগ্ধ করতে নয়
তাহলে তোমার নাম হোক ঘাসফুল
অনাদরে অবহেলায় যে বেড়ে ওঠে
পথিকের পদতলে যে পিষ্ট হয় প্রতিদিন
অথচ সব দুঃখ, অভিমান ভুলে
সূর্যোদয়ের সাথে মাথা উঁচু করে জেগে ওঠে
না না এ নামটাও তোমাকে দেব না
ঘাসফুলের মহিমার মতো তুমি নও
এক কাজ করি তোমার নাম দেই হাতুড়ি
নির্মম আঘাতে আঘাতে তোমাকে ব্যবহার করে মানুষ
নতুন ইমারত তৈরিতে নিজেকে বিলিয়ে দাও অকাতরে
আসবাবপত্র নির্মানে কাজে আসো
এ নামটাও তোমার হয়ত পছন্দ হবে না
তোমার নাম দেই খড়িকাট
গ্রামীন বধুর রান্নার উপকরণ তুমি
মাঝে মাঝে ধোঁয়ায় ঝলসে দাও নববধূর চোখ
অসহায় অবোধ শিশুর মতো নিজেকে শেষ করো
এ নামটাও তোমার পছন্দ হবে না
তোমার আর একটা নাম দেই
তোমার নাম হোক নদী
নদী যেমন কূল ভেঙে বসতি ভাসিয়ে নিয়ে যায় জলে
ভাসিয়ে নেয় নবদম্পতির সুখ
অবিরাম ছুটে চলে গন্তব্যহীন পথে
এ নামও তোমার পছন্দ নয় জানি
ধরো তোমার নাম ঘুণপোকা
অনন্তকাল ধরে কাঠের মাচানে
দরজার খুপড়িতে কুটকুট করে কাঠ কাট নেশাবাজদের মতো
মানুষের শখের আসবাবপত্র বিনষ্ট কর নিপুণভাবে
জানি ঘুনপোকা নামটাও তোমার পছন্দ হবে না
কিন্তু এ নামটা আমার খুব পছন্দের
কেন জান
ঘুণপোকার কৃতকর্মের সাথে তোমার অনেক অন্তমিল
তাই সেরকম একটা নাম তোমাকে দিলাম
তোমার নাম মনপোকা
এ নামে কোন শব্দ আছে কিনা জানিনা
তবুও এ নাম তোমাকে দিলাম
ঘুনপোকার মতো তুমিও নিপুণ কারিগর
অন্তহীন দূরে থেকেও খুব সহজে কুরে কুরে খাচ্ছো আমার মন
আমার সমস্ত অস্তিত্ব।।

 

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী

মানুষ নারী

কী এসে যায়


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]