তখন তোমাকে আরও বেশি ভালো লাগে | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

তখন তোমাকে আরও বেশি ভালো লাগে
ওয়াহিদ জামান

যখন তোমার শাড়ির আচল দখিনা সমীরণে ওড়ে
যখন অনেক ক্লান্তিতে শরীরে মৃদু ঘাম জেগে ওঠে 
সত্যি তখন তোমাকে বড় বেশি ভালো লাগে

যখন খুব ভোরে খোলা চুলে প্রভাতের নতুন সূর্যে এসে দাঁড়াও 
নীলাম্বরী শাড়িতে এলোমেলো অলস শরীরে 
তখন তোমাকে বড় বেশি ভালো লাগে

শ্রাবনের বৃষ্টিতে ভিজে যখন আনমনে দাড়াও জানালার পাশে 
নবরূপে নিজেকে সপে দাও সবুজের বুকে
তখন তোমাকে বড় বেশি ভালো লাগে

যখন তুমি একরাশ ঘৃণা ছুড়ে দাও আমার অভিমানী জমিনে 
যখন বিস্ময় ভরা চোখে না দেখেও দেখ
যখন অনেক যত্ন করে বল তোমার এ পথ দূরের পথ
তখন তোমাকে আরও বেশি ভালো লাগে।

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী

মানুষ নারী

কী এসে যায়

তোমার নাম দিলাম মনপোকা

খুব ভুল হচ্ছে আজকাল

তুমি আসবে বলে

গুলশান এভিনিউ


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ  মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]