শুভঙ্করের ফাঁকি | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

শুভঙ্করের ফাঁকি
মোহাম্মদ আব্দুল আজিজ

বাঁশের সাঁকো করে নিলো
পদ্মা সেতুর বিল,
কোন হিতৈষী করলো এ কাজ
পাই না খোঁজে মিল।

ঘটা করে সেলফি তোলে
করলো উদ্বোধন,
তাতেই মুগ্ধ সহজ সরল
গাঁয়ের জনগণ।

নাম ফলকে লেখা থাকে
উদ্বোধকের নাম,
উদ্বোধনেই শেষ হয়ে যায়
এমন সেতুর কাম।

জনদরদি, মহান নেতা
উপাধীর নাই শেষ,
নাম ফলকেই কাম হয়ে যায়
টাকাও আসে বেশ।

এমনতর হিতৈষীদের
অবাক করা কাজ,
সেবার নামে অর্থ লুটের
মিলছে প্রমাণ আজ।

না জানি আর কতো সেতুর
কাজ এখনো বাকি?
এ যে মস্ত পুকুর চুরি
শুভঙ্করের ফাঁকি।।

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]