শরতের বৃষ্টি | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

শরতের বৃষ্টি
জাহান আরা খাতুন

শরৎকালে বৃষ্টি এলো রিম ঝিম ঝিম সুরে
কালো কালো মেঘের ভেলা সুনীল আকাশ জুড়ে।
শিউলি ফুলের হলুদ বোঁটায়
বৃষ্টি ঝরে ফোঁটায় ফোঁটায়
নীড়েরমাঝে একলা সারস কাঁদছে ঝুরে ঝুরে
শারদ দিনে বৃষ্টি এলো ঘুমপাড়ানো সুরে।


কোন গানেতে মাতাল হাওয়া উঠল আজি মেতে
নীলাম্বরি আঁচল ভেজায় চলে যেতে যেতে।
থামল আজি সব কোলাহল নিঝুম চারিধার
নদীর কূলে বন্ধযে আজ খেয়া পারাপার।
ধানের চারা বৃষ্টি যাচে সবুজ ঘোমটা পেতে 
বাদল ঝরে দূরের গাঁয়ে শ্যামল ধানের ক্ষেতে।


ভিজে ভিজে শিমেরলতার সরস হলো মন
সজনেগাছের শাখায় শাখায় তারই আলাপন।
ভাবনা আমার কোন সুদূরে
জড়ায় যেন মায়ারডোরে
হৃদয় -দ্বারে আজকে কত কথার গুঞ্জন
শারদদিনের হিমেল পরশ ভরায় নিঝুম ক্ষণ।!

 

কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]