মোহাম্মদ আব্দুল আজিজের ছড়া ‘শেখ হাসিনার সালতামামি’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

শেখ হাসিনার সালতামামি
মোহাম্মদ আব্দুল আজিজ

লাটাই নিয়ে খেলতে ঘুড়ি
দেশটা করলো যজ্ঞপুরি।
যজ্ঞপুরির সাজতে গুরু
মানুষ মেরে করলো শুরু।
রাষ্ট্রদ্রোহীর নামে ফাঁসি
পিলখানার হত্যারাশি।
ক্রসফায়ারে হত্যারাজি
সেই বিচারে নিজেই কাজী।
ধর্মের সাথে জুলুমবাজি
রাজনীতিতে ছুড়লো বাজি।
তার পরেও সে শান্ত না
কোন কিছুতেই ক্ষান্ত না।
ঐ রাজাকার আলবদর
যাদের তরে নেই কদর।
ফাঁসি দিয়ে সারলো বিচার
নিত্য এল খবর ফিচার।
সংবিধানের রকমফের
রীতিনিতির অভাব ঢের।
রাষ্ট্রনীতির এমন চাল
রাজনীতিতে ভাঙ্গলো ডাল।
দিনদুপুরে পুকুরচুরি
হেন কাজেও নেইকো জুড়ি।
লুটে সম্পদ কাড়ি কাড়ি
করলো বিদেশ বাড়িগাড়ি।
পায়নি ছাড়া লেখক-কবি
নেয় বাগিয়ে তাদের সবই।
নিজের ঘরে চেয়ে ফাগুন
সে ঘরে ঘরে দিলো আগুন।
লয়ে আপন সঙ্গীসাথি
দেশের জ্বালায় লাল বাতি।
বুলেট বোমা টিয়ার সেল
মারতো, নয় সে দিতো জেল।
বাংলাদেশে হেন হামলা
করে তার আমলা কামলা।
দমেনি তো প্রতিবাদী মুখ
এগিয়ে দিলো জনতা বুক।
তোপের মুখে ছাড়লো দেশ
ছব্বিশে তার শাসন শেষ।
স্বৈরাচার নিপাত গেল
আইনের শাসন প্রতিষ্ঠা পেল।

কুয়িন্স, নিউ ইয়র্ক।

 

ছড়াকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের  লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]