সূর্যের কিরণ আসে আলোর রথে, গ্রহতারা পাক খায় কক্ষপথে। রেলপথ দিয়ে চলে রেলগাড়িটা, দেখে যেন মনে হয় যায় বাড়িটা। বাস, ট্রাক, টমটম বাহন যত, সড়কপথ ধরে যায় নিজের মতো। আকাশে আকাশ খেয়া ওড়ে বিমান, জলপথে চলে শুধু নৌ-জলযান। ইমেইল, ফ্যাক্স, ডাকে বর্ণের ডালা, টেলিফোনে চলে শুধু কথার মালা। আলপথ, মেঠোপথ ফুটপাথ ধরে, সব মানুষ হেঁটে যায় নিজের ঘরে। কোনো পথই হাঁটে না জনমানব হাঁটে, কোটি কোটি পথ আছে ভবের হাটে। গলিপথ, রাজপথ পাহাড়ের ঢাল, সব পথ খুঁজে পায় পথের নাগাল। সবকিছু যায় বাড়ি আছে ঠিকানা, পথ থাকে পথে পথে নাই সীমানা ।।
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]