জারিসারি পল্লিগীতি ভাটিয়ালি গান, কবি বাউলের এ দেশ আমার স্বাধীনতার দান(রে)। তার ছায়ায় ঘেরা মায়ায় ভরা ছোট্ট সোনার গাঁয়, পাকপাখালির কলগানে প্রাণ জুরিয়ে যায।। এ শস্য শ্যামল দেশে আছে শান্তি অফুরান। সোনার চেয়েও খাঁটি যেন আমার দেশের মাটি, পাহাড় ঘেরা বনবনানি শীতল পরিপাটি।। রূপ অপরূপ এ দেশ আমার জুরাইছে পরান। তার বিলেঝিলে পুকুর জলে শাপলাশালুক হাসে, তারই মাঝে করে খেলা নিত্য পাতিহাঁসে।। তার নদীর জলে বহে চলে সুখেরই সাম্পান। নিউ ইয়র্ক, ইউএসএ
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]