শীত সকালে মার হাতের নানা রকম পিঠা, খেজুর রসে নয়া চালের পায়েস খেতে মিঠা। ভোরবিহানে আগুন পোহা দেয় যে মনে সুখ, হিমেল বায়ে পথশিশুর বাড়ায় শত দুখ। শীতের পাখি ঝিলের জলে পাবদাপুঁটি খায়, গভীর রাতে পাখির ছানা হিমে কষ্ট পায়। চৌদিকে সব ঝাপসা লাগে কুয়াশা ঢাকে পথ, রবির আলো আয় না নেমে হারা আলোর রথ। শীতের ডরে কাঁপন ধরে বুড়ো দাদুর গায়, কোলের বাবু মায়ের বুকে সুখে নিদ্রা যায়। শিশুকিশোর পাতে রোজই চড়ুইভাতি খেলা, গাঁয়ের লোক পৌষ মেলায় কাটায় সারাবেলা।। কুয়িন্স, নিউ ইয়র্ক
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]