জাহান আরা খাতুনের কবিতা ‘শীত’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

শীত
জাহান আরা খাতুন

শীত এলোরে শীত
এদিক ওদিক জানিয়ে গেলো
হিমেল হাওয়ার গীত।

সরষে ফুলে হাসি
হলুদ পরির শাড়ির আঁচল
খুবযে ভালোবাসি।

নিঝুম সন্ধ্যায়
বিজন মাঠে হিমকুয়াশার
চাদর দেখা যায়।

কারো মজার দিন
কাপড়-চোপড়, খাদ্য খাবার
রংধনু রঙিন।
ফুটপাতে হায় যারা
মাথা গোঁজার জায়গাও নেই
কই যাবে হায় তারা? 
বৃদ্ধ কেবল কাশে
কষ্ট ভীষণ শ্বাসের রোগে
এমন হিমের মাসে।
রোজই দেখা যায় 
থরথর ছোট্ট শিশু 
চট জড়িয়ে গায়। 
রোগের শরীর হায়
একটু ওষুধ, পথ্য আহা 
কোথায় গেলে পায়?

মায়ের গালে হাত 
সুদূর স্বপন হাতছানি দেয়
ধোঁয়া ওঠা ভাত।

ভাবছে বসে বাপ
মরে গিয়ে ঘুচবে কবে
জন্ম নেয়ার পাপ।
আঁধার জীবন এই
জীবন জুড়ে শব্দ কেবল, 
'নেইরে কিছু নেই।'
স্বপন স্বপন দোল
এই জগতে জায়গায়নাতো
খুশির কলরোল।

নিদয় দুখের নদী
আশার বাড়ি ভাসিয়ে নিয়ে
ছুটছে নিরবধি।

 

কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]