পরাধীনতা মানে হলো স্বাধীনতার উল্টা, স্বাধীনতা হারাতে হয় থাকলে চালে ভুলটা। পরের কথায় উঠবস আর চড়-থাপ্পড় গাল, গোলামী আর দাসত্বে যায় পরাধীনতায় কাল। একটি ভুলের মাশুল দিতে হয় যে জীবনভর, তাই বুঝেশুনে শক্ত ভিতে বাঁধো আপন ঘর। শক্ত ভিতে ঘর বাঁধলে ভাঙবে না ঝড় এসে, দৈত্যদানো যতই হানুক মানবে যে হার শেষে। চায় না কেহ পরতে কভু পরাধীনতার শিকল, মনোবল শক্ত থাকলে যায় করা সব বিকল।। কুয়িন্স, নিউ ইয়র্ক কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]