মোরা ঝঞ্ঝার সাথে যুদ্ধ করি শংঙ্কারে করি নাশ, মোরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুকেই করি গ্রাস। মোরা আকাশ ফুঁড়ে ঊর্ধ্বে উঠে পুলকে দিই লম্ফ, মোরা ভয়ানক কাণ্ড ঘটিয়ে বাড়াই বিধাতার হৃদকম্প। মোরা অচিন গ্রহে নিঃশ্বাস ছেড়ে জুড়াই মনের তাপ, মোরা অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে- সে অগ্নিতেই দিই ঝাঁপ। মোরা কত ভয়ংকর সাগর-নদী সাঁতরে হয়েছি পার, মোরা হিমালয়কে করেছি জয় নিযুত কোটিবার। মোরা নয়নজলে সিন্ধু গড়ে আমোদে তুলি পাল, মোরা একটু প্রেম-ভালোবাসাতেই হয়ে যাই মালামাল। মোরা জ্ঞানের আলো জ্বেলে তাড়াই আঁধারকালো রাতি, মোরা বিধাতার কল্যাণেই আজ শ্রেষ্ঠ মানবজাতি।।
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]