মার মতো হয় না কারো নরম কোমল মন, মা হলেন এ ধরণির সবার আপনজন। মার কাছে সব শিশুই সুখের নয়নমণি, মা ডাকটি সবার জন্য অতি মধুর ধ্বনি। মার আশিস দিতে পারে পরম সুখ ও মান, মার সুখে আসতে পারে অপার খুশির বান। মা জননী সবার তরে সুখের প্রদীপ বাতি, মার দুখে নামতে পারে ভয়াল আঁধার রাতি। এ ভুবনে নেই তো কিছু করব মায়ের তুল, মা হলেন বিশ্বজুড়ে সকল সুখের মূল।।
কবিতা: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]