আলমগীর কবিরের কবিতা ‘আলোর ফুলে স্বপ্ন আশার পথ আঁকা’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আলোর ফুলে স্বপ্ন আশার পথ আঁকা
আলমগীর কবির

পাখি যদি পাখনা মেলে করবে তাকে কি মানা?
এই নদী মাঠ মুক্ত আকাশ স্বপ্ন ভূমির সীমানা।

এই ভূমিকে করতে দখল পড়লো শত্রু ঝাঁপিয়ে,
বুলেট বোমা গুলির শব্দে দেশকে দিলো কাঁপিয়ে।

শহর গাঁয়ে ঘর বাড়িতে আগুন দিলো ছড়িয়ে,
বৃদ্ধ মায়ের চোখ থেকে হায় অশ্রু পড়লো গড়িয়ে।

বাংলা মায়ের দামাল ছেলের বাংলা প্রিয় ঠিকানা,
দেশের প্রতি ভালোবাসা মিথ্যে মরীচিকা না!

বীর সাহসী মুক্তিসেনা সমুখ যুদ্ধে ভীত নয়,
শত্রুসেনা পরাজয়ে হয় চমকিত হয়!

কেউ ফিরেন নি কেউ ফিরেছেন বিজয় নিয়ে গৌরবে,
মুক্ত হাওয়ায় প্রাণ ভরে যায় স্বাধীনতার সৌরভে।

রক্ত নদী পার হয়ে পাই লাল সবুজের পতাকা
হয় আমাদের আলোর ফুলে স্বপ্ন আশার পথ আঁকা।

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]