বাংলা মায়ের ঘরে এল আনন্দেরই বান চারদিকে চলছে এবার নববর্ষের গান। তালে তালে উঠলো বেজে কঙ্গ বঙ্গ ঢোল সবার মুখে হাসিগান আর নয়া চালবোল। ঐ সৃষ্টি সুখে মিষ্টি মুখে জাগে বাংলাদেশ আনন্দ উৎসবে আজ সুখেরই আবেশ। একতারাতে পহেলা বৈশাখ উঠলো রে মেতে জটলা বেঁধে জোয়ানবুড়ো শুনছে কান পেতে। দোকানপাটে হাটে মাঠে মিষ্টি খাওয়ার ধুম হিসাবকিতাব ঘাটাঘাটি চোখেতে নেই ঘুম। পাড়ায় পাড়ায় নেমন্ত্রন্ন ঘরে ঘরে ইষ্টি রসে ভরা নানান পিঠা নতুন দিনের কৃষ্টি। ডালে ডালে ফুটলো হেসে হরেক রকম ফুল নতুন দিনের হাওয়ার তালে দুলে দোদুল দুল। গলির মোড়ে পথের ধারে বসলো মেলা জেঁকে কেউ বা এসে ডিগবাজি দেয় গায়ে রং মেখে। সূর্যবরণ বর্ষবরণ চলছে ঘরে ঘরে হিংসাদ্বেষ সাফ করে দেয় কালবৈশাখী ঝড়ে। পান্তাইলিশ খেয়ে এবার শাড়িলুঙ্গি পরে আস সবাই হই বাঙ্গালি চির দিনের তরে। কুয়িন্স, নিউ ইয়র্ক।
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ) লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)। গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক। কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]