আলমগীর কবিরের কবিতা ‘ষোলোই ডিসেম্বরে’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

ষোলোই ডিসেম্বরে
আলমগীর কবির

আঁধার ছিল কেমন আঁধার মেঘের ডানার মতো, 
বিজয় পাখির চোখের পাতায় স্বপ্ন ছিল কত।
বিজয় পাখি মুক্ত হবে কিন্তু পাখি বন্দি,
খাঁচার ভেতর রোজ পাখিকে করতে হতো সন্ধি!

সেই না কালো আঁধার রাতে পাক হানাদার নামে,
নির্বিচারে চালায় গুলি শহর নগর গ্রামে।

হয় পালাতে বাধ্য মানুষ যেন পিঁপড়ার সারি,
নদী নালা বনভূমি মাঠ দিতে হয় পাড়ি।
প্রাণ বাঁচাতে ছুটে সবাই বাস্তুভিটা ছেড়ে, 
দিনে দিনে বিভীষিকা যাচ্ছিল খুব বেড়ে! 
বেঁচে থাকার জন্য পাখির মুক্ত আকাশ লাগে, 
মুক্ত ভূমির জন্য হঠাৎ মুক্তিসেনা জাগে।

গেরিলা দল গঠন করে করতে থাকেন যুদ্ধ, 
ধীরে ধীরে হানাদারের পথ হয়ে যায় রুদ্ধ।

পতাকাতে লেগে আছে শহীদ ভায়ের রক্ত,
স্বাধীনতা পেলাম শেষে আমরা মায়ের ভক্ত। 
স্বপ্ন নিয়ে আশা নিয়ে ফিরলো সবাই ঘরে, 
লাল সবুজের নিশান হাতে ষোলোই ডিসেম্বরে।

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]