মোহাম্মদ আব্দুল আজিজের লিরিক ‘মমতাময়ী মা’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

মমতাময়ী মা
মোহাম্মদ আব্দুল আজিজ

 

মমতাময়ী মা গো তোমার
হয় না কোন তুল,
মা গো তুমি আমার কাছে জান্নাতেরই ফুল।।

তোমার পরশ পেলে মা গো
কান্না যেতাম ভুলে,
আমার কষ্ট হবে ভেবে রাখতে আমায় কোলে।
নাওয়া খাওয়া ফেলে আগে
আমার যত্ন নিতে,
নিজে না খেয়েও মা গো আমায় খাইয়ে দিতে।
কষ্ট পেলেও হাসি দিয়ে ঢাকতে আমার ভুল। ঐ

এ জগতে তোমার মতন
ভালো তো কেউ বাসে না,
তোমার মতো আমার কষ্টে কারো অশ্রু আসে না।
‘মার চরণতলে জান্নাত’
সবারই এই কথা,
তোমার কাছে ঠাঁই মাগি মা, আমায় রেখ গো তথা।
মা গো তুমি সুখের প্রদীপ, তুমিই সবের মূল। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]