মেঘ বন্ধু | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

মেঘ বন্ধু
আলমগীর কবির

ও মেঘ বন্ধু বলবে তোমার
আঁকার খাতা আকাশ?

স্বপ্নগুলো জমা করে 
রাখার খাতা আকাশ?

ভেসে ভেসে কই ছুটে যাও
নতুন নতুন শহর,

কখনো হও আঁকাবাঁকা 
দুধ সাদা এক নহর।

আকাশ কোণে দাও ছড়িয়ে 
সাদা রঙের পালক,

তোমার দেশে চায় বেড়াতে 
সবুজ মাঠের বালক!

দস্যি ছেলের বুকে আছে 
আকাশ জয়ের সাহস,

মেঘ বলে যায় নিত্য ডাকি
বন্ধু যদি না হস?

বন্ধু বলেই বৃষ্টি ঝরাই
মাঠ নদী বন দূরে,

খুব মজা পাই ইচ্ছে ডানায় 
দেশে দেশে ঘুরে!

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]