মানুষ নারী | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে

মানুষ নারী
ওয়াহিদ জামান

এই যে মেয়ে শোন
হাজার বছর খুঁজছি তোমায় কি নাম তোমার যেন

নাম শুনে কী হবে
নাম দিয়ে কে দাম দিয়েছে কবে

দাম তো দিতে চাই
কিন্তু আমার পকেটে এক কানাকড়িও নাই

কড়ি দিয়ে মানুষের দাম কী কভু হয়
মনের মতো মন দিলে দাম যে পাওয়া যায়

মন যে আমি দেব 
তার আগে তোমার নামটি জেনে নেব

না না নাম বলবো নাকো পরপুরুষের কাছে 
যদিও এক দুঃখ ভরা নাম আমার আছে

বল না সেই দুঃখ গাথা নাম 
সত্যি তোমায় কথা দিলাম পাবে নামের দাম

নাম যে আমার নেই 
সকল দুঃখী নারীর কান্না নামটা হলো এই।

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]