কলকি বাবা বড্ড কামেল | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

কলকি বাবা বড্ড কামেল
মোহাম্মদ আব্দুল আজিজ

কলকি বাবা বড্ড কামেল
মিলে এমন হাজারে,
কলকি হাতে দেখবে তারে
গেলে দরগা, মাজারে।

কতো আশিক ভক্ত যে তার?
সঠিকভাবে কে জানে?
গাঁজাখোর কলকি বাবা
স্বর্গসুখী সুখটানে।

বাবার ঝোলায় গাঁজা থাকে
ঝোলা গাঁজার ভাণ্ড,
গাঁজার গন্ধ ভক্ত আনে
কী গাঁজাখুরি কাণ্ড?

গাঁজার টানে রাজা-উজির
ভুলায় মনের দুখ,
হুরপরিরাও কাছে এসে
দেয় নাকি সেই সুখ।

বাবার কাছে সবই আছে
বাবার তো নেই তুল,
শিষ্যরা তাই বুঝে নিল
বাবা-ই সুখের মূল।
ওরে বাবা-ই সুখের মূল
ওরে বাবা-ই সুখের মূল।।

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]