কী এসে যায় | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

কী এসে যায়
ওয়াহিদ জামান

তবে তাই হোক 
জরায় ভরে যাক বিস্তৃর্ন জনপদ 
অতল গভীরে ডুবে যাক পৃথিবীর কথা 
এভাবে যদি হারিয়ে যায় সমস্ত অর্জন
যায় যদি মুছে গভীরের কথা 
কী এসে যায়।

তবে তাই হোক 
একপথ দু'দিকে বেঁকে যায় যদি কখনও 
কালের সীমা পেরিয়ে হারিয়ে যায় শরতের আকাশ 
ভেঙে যায় সমস্ত প্রীতি বন্ধন
কী এসে যায়।

সমুদ্রের নোনা জলে ভেসে আসে যদি বেদনার ক্ষত 
পোড়ায় যদি দহনের আগুনে সিক্ত ভালোবাসা 
নিরুপায় নয়নে যদি দেখি বারবার 
কী এসে যায়।

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী

মানুষ নারী


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]