খুব ভুল হচ্ছে আজকাল | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

খুব ভুল হচ্ছে আজকাল
ওয়াহিদ জামান

খুব ভুল হচ্ছে আজকাল 
সকালে কাজে বের হওয়ার সময় ভুলে মোবাইল রেখে আসি বাসায় 
কোন কোন দিন কর্মশালার রাস্তা ভুলে চলে যাই অন্য রাস্তায় 
অনাকাঙ্ক্ষিত ভুল হচ্ছে আজকাল।

তোমাকে ফোন করব ভেবে ফোন করি মাকে 
মাকে ফোন করব ভেবে ফোন করি তোমাকে 
যে কথা না বললেও পারতাম, বলে ফেলি
কাউকে উষ্ণ অভ্যর্থনা জানাতে গিয়ে বলে ফেলি পরে কথা হবে 
খুব ভুল হচ্ছে আজকাল 
অনাকাঙ্ক্ষিত ভুল 
নিয়মহীন ভুল 
তোমাকে মনে করেও মনে করি না
তোমার ভুলের মতো ভুল।

অনাকাঙ্ক্ষিত ভুল হচ্ছে আজকাল 
খুব ভুল হচ্ছে।

 

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী

মানুষ নারী

কী এসে যায়

তোমার নাম দিলাম মনপোকা


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]