জনক | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

জনক
মোহাম্মদ আব্দুল আজিজ

জন্মদাতা পিতা শুধু
শিশুর জনক নন,
শিশুর অতিপ্রিয় তিনি কাছের আপনজন।

লেখাপড়া নিয়মনীতি
করবে যখন শুরু,
মা’র পরে পিতা-ই হন প্রথম শিক্ষাগুরু।

কভু তিনি অভিভাবক
থাকেন আপন ঘরে,
গাছের মতো ছায়া দান করেন জীবন ভরে।

কখনোও-বা শাসক হয়ে
আদেশ করেন জারি,
আদর্শবান সফল পিতা গড়েন সুখের বাড়ি।

পরিবারের আয়ব্যয়
ভরণপোষণ দেখা,
মহান পিতা কোথাও-বা নিজেই করেন একা।

বাঘের খানা কেড়ে এনে
বিলান সবার মুখে,
সুখেদুখে তিনিই সদা আগলে রাখেন বুকে।

পিতৃতান্ত্রিক পরিবারে
তিনিই থাকেন মূল,
বংশ পরম্পরায় তিনি জাগান মানবকুল।

নবী আদম আদিপিতা
ধরার সবের জানা,
নিজপিতা আদেশ দিলে সবার উচিৎ মানা ।।

কুয়িন্স, নিউ ইয়র্ক

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]