দিলে হয় যোগ আর নিলে হয় বিয়োগ, দেয়া-নেয়ার মাধ্যমে হয় যোগ-বিয়োগ। ভাগ করে নিতে চাও বিয়োগ সাথে চলে, বিয়োগের ফল দেয় ভাগ অংক বলে। বহুগুণ পেতে চাও সেটা গুণের কাজ, গুণ দেয় যোগ করে জেনেছি তাই আজ। যোগ-বিয়োগ-গুণ-ভাগ যে যাহাই চাই, জীবনের সব কিছুই চার নিয়মে পাই।।
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]