হেমন্তে | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

হেমন্তে
আলমগীর কবির

ঘাসের সাথে শিশির কণার জমলো ভারি গল্প গল্প, 
ভোরের সতেজ হাওয়াতে পাই শীতের আভাস অল্প অল্প।

রোদ্দুর কি ক্রিম মেখেছে হলদেটে ক্রিম গালে গালে,
রোদের কিরণ করছে খেলা পাতার ফাঁকে ডালে ডালে।

মেঘের বাড়ি আকাশপুরে মেঘখণ্ড তাই উড়ে উড়ে, 
লুকোচুরি খেলতে খেলতে যায় হারিয়ে দূরে দূরে।

ধানের শিষে দস্যি ফড়িং করছে খেলা থেকে থেকে,
দস্যি হাওয়া ঢেউ তুলে যায় রঙিন ছবি এঁকে এঁকে।

মাঠ প্রান্তর মুখরিত গাঁয়ের চাষির গানে গানে,
হাসির মেলা খুশির মেলা আলোর দোলা প্রাণে প্রাণে।

 

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]