গুলশান এভিনিউ | ওয়াহিদ জামান

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

গুলশান এভিনিউ
ওয়াহিদ জামান

হঠাৎ গুলশান এভিনিউ এ কে একজন পেছন থেকে ডাকল
নারীর ভারী কণ্ঠ 
না দেখেই বুঝতে পারলাম মধ্যবয়সী কোন নারী 
আচমকা পিছনে তাকালাম 
উজ্জ্বল শ্যাম বর্ণের কেতাদুরস্ত একজন নারী
মনে হলো কোন কর্পোরেট অফিসে জব করেন
আমি কিছুটা শঙ্কিত, কিছুটা লজ্জিত, কিছুটা বিস্মিত 
ভদ্র মহিলা আমার দিকে এগিয়ে আসলেন 
আমি আরও বেশি বিস্মিত হলাম 
ভাবলাম দ্রুত স্থান ত্যাগ করি
কিন্তু না
মূহুর্তের মধ্যে আপন করে নিয়ে বললেন, তুমি আমাকে চিনত পারবে না
আমি আকাশসম অবাক হলাম 
ভাবলাম আমাকে তুমি করে বলছে 
নিশ্চয়ই কোন নিকট আত্মীয় হবে 
কিন্তু না
তিনি আমাকে বললেন, আমি তোমাকে চিনি 
তুমি মিঃ জাফর 
দক্ষিণের এক অজপাড়াগাঁর ছেলে 
স্কুল জীবনে মঞ্চে ভালো অভিনয় করতে 
ভদ্র মহিলার কথা যখন ঠিকঠাক খাটতে লাগলো 
আমি অবাক হচ্ছিলাম থেকে থেকে 
কিন্তু ভালোও লাগলো নিজের গুণের কথা শুনে
তারপর তিনি বললেন, তোমার মাথায় ঘনকাল চুল ছিল 
আজও তেমনি আছে 
আমি নিরুত্তাপ নিরুত্তর একনিষ্ঠ শ্রোতার মতো শুনতে লাগলাম 
আর ভাবতে লাগলাম কে তিনি 
কবে কোথায় দেখা হয়েছে আমার 
ভদ্র মহিলা হড়হড় করে অতীত বলতে লাগলেন 
এর মধ্যে এক ঝলক ঘুরে এলাম গহীন অতীত থেকে 
স্মৃতির প্রান্তরে হাতড়ালাম 
কিন্তু কিছুই পেলাম না
হঠাৎ ভদ্র মহিলা আমাকে বললেন, আমার পরিচয় জানবে না?
আমি নিরুত্তর থেকে মাথা কাত করে সম্মতি দিলাম 
তিনি বললেন, আমি রজনী 
তোমার শৈশবের একখন্ড মেঘ
তোমার বাড়ির পশ্চিম পাশে মান্দার দীঘির ওপারে আমরা থাকতাম 
হ্যা আমার মনে পড়ল
রজনী সেই কৃষি অফিসারের মেয়ে 
যাকে ফুল দিয়ে ভুল করে ছিলাম 
যে আমার প্রথম প্রেম
একঝলক দেখে যার প্রেমে পড়েছিলাম 
কিন্তু সেতো গুটিকয়েক দিনের ভালোলাগা 
হঠাৎ একটা গাড়ি এসে থামল আমাদের কাছে 
গাড়ির গ্লাস উঁচিয়ে ড্রাইভার বললেন, ম্যাডাম জলদি চলেন, এখনই সাহেবের অপারেশন হবে 
আমি একটা ঝাঁকুনি খেলাম
মূহুর্তের মধ্যে ফিরে এলাম বাস্তবতায়
রজনী বললেন, আসি মিঃ জাফর। অনেক কথা বলার ছিল কিন্তু আজ আর নয়। বাকী কথা বলব যদি কোনদিন দেখা হয় 
এইখানে এই পথে 
তারপর প্রায় দুবছর হলো
অফিস থেকে ফিরে আসার অবসরে 
আমি গুলশান এভিনিউ এ দাড়াই
হাজার মানুষের ভীড়ে রজনীকে দেখার জন্য 
জাত-বেজাত অভিজাত অনেক নারীকে দেখি
কিন্তু তারা কেউ রজনী নয়।

 

কবির অন্য কবিতা: 

সময়ের খন্ডচিত্র

লোকটা জানলই না

আমার আমিতে আমি

বাড়ী যাও ঘরে যাও

রহস্যময়ী

মানুষ নারী

কী এসে যায়

তোমার নাম দিলাম মনপোকা

খুব ভুল হচ্ছে আজকাল

তুমি আসবে বলে


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]