এ অপেক্ষার কোন মানে হয় না রাস্তার পাশে দাঁড়িয়ে যার জন্য অপেক্ষা করছো দ্যাখ সে অনেক আগেই চলে গেছে তোমার পাশ দিয়ে অপেক্ষার প্রহর গোণা ঝাপসা চোখে তুমি বুঝতেই পারলে না তার ফাঁকিজুঁকি এ তুমি আগেও বোঝনি কোনোদিনও বুঝবে না অপেক্ষা খুব কষ্টের বাড়ী যাও ঘরে যাও। তোমার না স্ত্রী সন্তান আছে! তবে কেন অন্য কোনো পারমিতার অপেক্ষায় থাকো লোকে শুনলে বলবে তোমার চরিত্র বলতে কিচ্ছু নেই তুমি প্রথাবিরোধী সমাজবিরোধী সবকিছু থাকতে আবার কেন বেগানা রমনীর রূপ গন্ধ চুরি করতে চাও বাড়ি যাও ঘরে যাও। ওরা কোনদিনও জানবে না কোনদিনও বুঝবে না ভালোবাসার মধ্যে সবসময় ভালোবাসা থাকে না ঘরও নরক হয় তুমি যাকে খুঁজছো কেবল তুমিই জানো জন্মজন্মান্তর তোমার প্রেম-ভালোবাসা তার কাছে গচ্ছিত আছে তুমি পুরুষ, তুমি কবি-সুন্দরের পূজারী যাকে খুঁজছো প্রেমের অর্ঘ্য দেবে বলে চোখে চোখ রেখে সহস্রাব্দের জমানো কথা বলবে বলে চোরাবালির গভীর অতলে সে ডোবায় তোমার অনন্ত কামনা তার জন্য কীসের অস্থিরতা আর অপেক্ষা কর না খারাপ দেখায় বাড়ি যাও ঘরে যাও।
কবির অন্য কবিতা:
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]