একটি শরৎ আমি তোকে দিতে চাই | চামেলী বসু

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

একটি শরৎ আমি তোকে দিতে চাই
চামেলী বসু

একটি শরৎ আমি তোকে দিতে চাই
দীর্ঘ সময় না হোক
অন্তত একটি স্নিগ্ধ সকাল!

ঘুম ভাঙ্গা পৃথিবীর চাতালে ছড়ানো ভোরের আর্তনাদ- অথবা
ঘাসের হৃদয় থেকে শিশিরের উজ্জ্বলতা মুছে নিয়ে
সময়ের বিপরীতে পিঠ রেখে
তুই আমি মুখোমুখি –
চোখ জুড়ে
স্মৃতির সোহাগে রাঙা তপ্ত আদর!
কথা তো দেওয়াই ছিল-
সাত জন্মের এক জন্ম ,আমি কেবল তোরই হবো !

হয়তবা
এই জনমেই,
এই শরতেই –
শিউলির বোঁটা থেকে ঝরে যেতে যেতে
আমরা দুজন
অমর  হবো এই কাকভোরে।