একটি শরৎ আমি তোকে দিতে চাই
দীর্ঘ সময় না হোক
অন্তত একটি স্নিগ্ধ সকাল!
ঘুম ভাঙ্গা পৃথিবীর চাতালে ছড়ানো ভোরের আর্তনাদ- অথবা
ঘাসের হৃদয় থেকে শিশিরের উজ্জ্বলতা মুছে নিয়ে
সময়ের বিপরীতে পিঠ রেখে
তুই আমি মুখোমুখি –
চোখ জুড়ে
স্মৃতির সোহাগে রাঙা তপ্ত আদর!
কথা তো দেওয়াই ছিল-
সাত জন্মের এক জন্ম ,আমি কেবল তোরই হবো !
হয়তবা
এই জনমেই,
এই শরতেই –
শিউলির বোঁটা থেকে ঝরে যেতে যেতে
আমরা দুজন
অমর হবো এই কাকভোরে।