চলছে সহপাঠীদের ক্রীড়া মিলনমেলা ‘ব্যাচম্যাটস ক্রিকেট ব্লাস্ট’

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

এসএসসি-০৩ ও এইচএসসি-০৫ ব্যাচের সহপাঠীদের নিয়ে ক্রীড়া মিলনমেলা ‘ব্যাচম্যাটস০৩-০৫ ক্রিকেট ব্লাস্ট ২০২৪, সিজন-০৪’ চলছে। আজ শুক্রবার এই আয়োজনের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

কোয়ার্টার ফাইনাল পর্বে “নোয়াখালী রয়্যালস্০৩০৫” প্রথমে টসে জয়ী হয়ে “ফরগেটেন ওয়ারিয়র্স” দলের বিপক্ষে জহিরুল ইসলাম নয়ন -এর ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে ১২ ওভারে ৭ উইকেটে ১১২ সংগ্রহ করে। জবাবে “ফরগেটেন ওয়ারিয়র্স” -এর ইনিংস ১২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০২ রানে সমাপ্ত হয় এবং “নোয়াখালী রয়্যালস্০৩০৫” ১০ রানে জয় পায়। “নোয়াখালী রয়্যালস্০৩০৫” -এর পক্ষে মাহমুদ হাসান রানা “ম্যান অফ দ্যা ম্যাচ” পুরষ্কৃত হয়।

এছাড়া দলীয় অনুপ্রেরণা স্বরূপ ম্যাচ সেরা ব্যাটিংয়ে জহিরুল ইসলাম নয়ন ৪৭ রান, বোলিংয়ে স্বপন আহম্মেদ ০৩ ওভারে ১০ রানে ১ মেডেনে ১ উইকেট, ফিল্ডিংয়ে ইব্রাহিম ফাতেমি পুনম ১ টি দূদান্ত কিপিং ক্যাচ এবং তিন ফরম্যাটে নিতাই চন্দ্র সেরা পুরষ্কারের কৃতিত্ব অর্জন করে।

দিনের অন্য তিনটি কোয়ার্টার ফাইনাল খেলায় নারায়নগঞ্জ এইস্, কুমিল্লা উইনাইটেড ভিক্টোরিয়ানস্ এবং টীম স্প্রের্টানস্ জয়লাভ করে।

আগামী বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় নং.০২ মাঠে “সেমিফাইনাল” ম্যাচে “নোয়াখালী রয়্যালস্০৩০৫” বনাম “নারায়ণগঞ্জ এইস্” এবং সকাল ১০টায় “কুমিল্লা উইনাইটেড ভিক্টোরিয়ানস্” বনাম “টীম স্প্রের্টানস্” -এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হইবে।

একই দিন ফাইনাল খেলার মাধ্যমে চলমান সিজন-০৪ আসরের পর্দা নামবে।

এর আগে, গত ১৩ ডিসেম্বর থেকে ‘ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ’-এর তিনটি মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়। দেশের সব জেলা থেকে এবারের আসরে ২৪টি দল অংশগ্রহণ করছে। ২০১৯ সাল ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]