নিরাপদ যাত্রীবাহী এয়ারশিপ বানালো চীন

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

পুরোপুরি চীনের প্রযুক্তিতে তৈরি যাত্রীবাহী এয়ারশিপ এএস৭০০ শনিবার দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিনের ইয়াংশুও কাউন্টির একটি এভিয়েশন কোম্পানিতে পাঠানো হয়েছে।

এয়ারশিপ ডেভেলপার এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি)-এর অধীনে বিশেষ যানবাহন গবেষণা ইনস্টিটিউট এটি সরবরাহ করেছে কুয়াংসি কুইলিন আর্কন জেনারেল এভিয়েশন কোম্পানিতে। এয়ারশিপটি ইয়াংশুওতে আকাশ থেকে দর্শনীয় স্থান দেখার জন্য ব্যবহার করা হবে।

এএস৭০০ এয়ারশিপটিতে ১০ জনের আসন রয়েছে। এর সর্বোচ্চ ফ্লাইট পরিসীমা ৭০০ কিলোমিটার এবং একটানা উড়তে পারবে ১০ ঘণ্টা। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার এবং এটি সর্বোচ্চ তিন হাজার ১০০ মিটার উঁচুতে উড়তে পারবে।

এয়ারশিপটির প্রধান নকশাকার চৌ লেই জানালেন, নিরাপত্তার জন্য এয়ারশিপটিতে উচ্চ সক্ষমতার একাধিক স্তরের কম্পোজিট উপকরণ ব্যবহার করা হয়েছে। এতে রাখা হয়েছে একাধিক জরুরি ব্যবস্থা।

তিনি আরও জানান, বিশেষ থ্রাস্ট-ভেক্টর সিস্টেমের কারণে এয়ারশিপটি খাড়াভাবে টেকঅফ ও অবতরণ করতে পারবে। ভবিষ্যতের উড়ন্ত গাড়িতে যে প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে মনে করেন চৌ।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের এয়ারশিপ নিম্ন-উচ্চতায় দর্শনীয় স্থান দেখার জন্য আদর্শ এবং আকাশের বিজ্ঞাপন, শহুরে নিরাপত্তা, জরিপ ও জরুরি উদ্ধার অভিযানের জন্য উপযুক্ত।

 

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ