মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

:: কর্পোরেট ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ দিন আগে

মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। “পরিবেশবান্ধব,স্বপ্নিল আবাসন” এ উপলব্দিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মান ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় আজ ২৯ বছরে পর্দাপণ করলো – মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিত্তদের জন্য সাধ্যর মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্থান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেডের সকল প্রজেক্টে দেশের সেরা স্থপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মার্ধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতিমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০ টির বেশী ফ্ল্যাট হস্তান্তর করেছে।

আজ শনিবার (১৮ জানুয়ারী ২০২৫) আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে জাঁকজমকভাবে মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অব:)।

অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা, শুভাকাঙ্খী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারা দিনব্যাপি খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত শিল্পী ফরিদা পারভীন লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাস্টার বিল্ডার লিমিটেডের পরিচালক নাদিরা খান।