বিশ্বজুড়ে উদারতা আর মানবতা ছড়িয়ে দেয়ার প্রয়াসে উদযাপন করা হয় গিভিং টুইসডে। এটি এমন এক আন্দোলন যার উপর ভিত্তি করে কল্পনা করা হচ্ছে নতুন এক বিশ্বের, যেখানে উদারতা হবে দৈনন্দিন জীবনের অংশ, মানুষে মানুষে থাকবে না ভেদাভেদ।
বলা হয়ে থাকে, একজন মানুষের উদারতা চারপাশের মানুষের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করে। উদারতা প্রকাশ করতে অর্থ লাগে না। জ্ঞান দিয়েও অপরকে সাহায্য করা যায়, উদারতা প্রকাশ করা যায়।
এমন আহ্বাণে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশজুড়ে উদযাপন করা হয়েছে ‘গিভিং টুইসডে’।
প্রতি বছর ৩ ডিসেম্বর বা মঙ্গলবার গিভিং টুইসডে নামে দিবসটি উদযাপন করা হয়। একে উদারতা দিবসও বলা হয়। বিশ্বের ১০৬টি দেশে এবার দিবসটি উদযাপন হয়েছে। এবার বাংলাদেশে গিভিং টুইসডে এবং বিশ্ব প্রতিবন্ধী দিবস একসাথে উদযাপন করা হয়েছে। বাংলাদেশেও বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে দিবস দুটি উদযাপন করা হয়েছে।
এবার রাজধানীতে দিবস দুটি উদযাপনের কর্মসূচী পালন করে অর্গানাইজেশন ফর ডিসএবলড ইম্প্রুভমেন্ট অ্যান্ড রাইটস (অদির বাংলাদেশ) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এবার সংস্থাটির পক্ষ থেকে ১৩তম উদারতা দিবস পালন করা হয়েছে।
পাশাপাশি গত বছরের মতো এবারও ২২টি বেসরকারী সংস্থা এবং ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গিভিং টুইসডে দিবস উদযাপন করে।
অদির বাংলাদেশ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢামেকের পেডিয়াট্রিক বহি:বিভাগে গিভিং টুইসডে দিবসের কর্মসূচীর সূচনা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি এবং সচেতনতামূলক কার্যক্রম। ঢামেকের শিশু বহি:বিভাগের প্রধান ডাক্তার সাহেদুর রহমানের নেতৃত্বে এবং গিভিং টুইসডে বাংলাদেশের কান্ট্রিলিডার ও সিইও শাকিল আজাদ মনন, ডিজাবিলিটিস রাইটস চ্যাম্পিয়ন আব্দুস সাত্তার দুলাল ও শিক্ষাবিদ কামাল রেজা, হাতাপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের পৃষ্টপোষকতায় ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দ্বিতীয় পর্যায়ে জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের সাথে দিবসটি উদযাপন করা হয়। এ অংশ দিবসটি উপলক্ষ্যে ধানমন্ডি ৪নং মাঠে ব্যতিক্রমধর্মী হুইলচেয়ার ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দল এবং গিভিং টুইসডে বাংলাদেশ দল।
বিকেলে মগবাজারের জাহাবক্স লেনে অবস্থিত অদির বাংলাদেশ-এর কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় অদির প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) হেড অব অপারেশন কাজী আহমেদ ফারুকসহ আয়োজক সংস্থার কর্মকর্তা ও কর্মীরা।
অদির বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাসচিব শাকিল আজাদ মনন বলেন, বিভিন্ন দেশের সাথে সঙ্গতি রেখে মানুষকে উদার হওয়ার আহ্বাণ জানিয়ে প্রতিবছর আমরা দিবস দুটি উদযাপন করি। এবারো আমরা অনেক সাড়া পেয়েছি। আশা করছি ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, একজন মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্য থেকে চালু হয় ‘গিভিং টুইসডে’ কনেসপ্ট। খুব স্বল্প সময়ে কনেসপ্টটি গ্রহণযোগ্যতা পায় এবং একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়। বিশ্বের কোটি মানুষকে উদার হতে এবং অন্যের সহযোগিতায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এখন ১০৬টির বেশি দেশে প্রতি বছর দিবসটিই উদযাপন করা হয়। আর, প্রতি বছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]