১. নৃত্য -বিভোর মেঘবালিকা কদম কেয়ার গন্ধে অরূপ খুশির ছবি আঁকে ধামাইল নাচের ছন্দে। মায়বতী ঝরনা নদী উধাও পথে নিরবধি কাঁকন, চুড়ি রিনিঝিনি বাজে চিরানন্দে। ২. বাউল বাতাস ভেজা বনে মেঘ কিশোরী মন হারায় অভিমানে চিঠি লেখে নীলাম্বরি আঁচলটায়। ফুলঝরা সব কবিতারা সুদূর পথে কথাহারা কদমবনে গন্ধবিষাদ মনকেমনের বরষায়। ৩নীল মেঘ খামে কার চিঠি আসে কদমকিশোরী জানে কার অধিকার মল্লাররাগে বাদল হাওয়ার গানে। ধূপছায়া রঙ ঘুমহারা রাতে কার ছবি আঁকে সুর-বেদনাতে জুঁই বেলি মনে নীল নীল ঢেউ কার সাথে অভিমানে।
কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]