বর সাজে, ঘর সাজে, সাজে বরের গাড়ি, ও রে নববধূ আসবে ঘরে পরে লাল শাড়ি। (।।) শুভক্ষণ এলে বলো দেরি কি আর সয়? ও রে কবুল করে হবে এবার শুভপরিণয়। (।।) বরযাত্রী হবো মোরা, যাবো কনের বাড়ি, -ঐ ও রে বাসর ঘরে আসর হবে বধূবরণী, রূপের দেশের রূপকন্যা হবে ঘরনি। (।।) আলোক করে থাকবে ঘরে শ্বশুর বাড়ি। ঐ দেখ! সানাই বাজে নব সাজে, সাজে বাটায় পান, বিয়েবাড়ি ভরে আছে হাজার মেহমান। (।।) শাহিখানা খাবো এবার চল তাড়াতাড়ি। ঐ
কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
বিস্তারিত পরিচয়:
মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার (বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।
[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]