বরাগমন | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

বরাগমন

মোহাম্মদ আব্দুল আজিজ

 

টমটম গাড়ি চইড়া দেখ
আইছইন নয়া জামাই,
আয় রে সবাই ফুল ছিটাইয়া
ধীরে ধীরে নামাই। (।।)

সঙে আছইন বন্ধুবান্ধব
আছইন মিতবর,
ও রে যলদি কইরা সখি তোরা
বিয়ের গীত ধর্।
আরও আইছইন পাড়াপড়শী
আইছইন জামাইর ভাবি,
সামনে পাতা বিয়ার তোরণ
লইমু যে তার দাবি।
পথ আগলাইয়া তোরণ মুখে
আয় রে তাদের থামাই। ঐ

কন্যার বাড়ি নতুন জামাই
করতে আইছইন বিয়া,
সবার আগে ফিতা কাটইন
সোনার কাঁচি দিয়া।
এবার আস্তে আস্তে হাটইন জামাই
রূমাল দিয়া মুখে,
ঠাণ্ডা বাতাস লাগাইন দেখ
আইয়া মনের সুখে।
নয়া জামাই কাজের মানুষ
করইন হালাল কামাই। ঐ

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

 

বিস্তারিত পরিচয়:
মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার (বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।

 


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]