বইমেলার আগমনে | মোহাম্মদ আব্দুল আজিজ

::
প্রকাশ: ৭ মাস আগে

বইমেলার আগমনে
মোহাম্মদ আব্দুল আজিজ

বইমেলার আগমনে
লাগল খুশি জনমনে
জাগল সারা
লাগল তাড়া বই ছাপার শুভক্ষণে।

সবার নিদ গেল উবে
রাশি রাশি লেখায় ডুবে
ঘাটছে মেলা
কাটছে বেলা নিন্দাবাজরা গেল চুপে।

সদ্যছাপা বই’র গন্ধে
বইছে বায়ু মৃদুমন্দে
সুখের বাঁশি
মুখের হাসি দেখছি সব-ই নবছন্দে।

ক্রেতা সবাই একে একে
বইমেলাটা ঘুরে দেখে
নবীন লেখা
প্রবীণ লেখা ভালোমন্দ কিনছে চেখে।

গাদা গাদা বই’র ভিড়ে
জমল মেলা ধীরে ধীরে
ভালোর পথে
আলোর রথে আসুক তাহা ফিরে ফিরে।।

(নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উপলক্ষ্যে লেখা)

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]