বাবাদের ঈদ | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

বাবাদের ঈদ
আলমগীর কবির

সততার আলোতেই আলোকিত হৃদ,
কাটে খুব সাদামাটা বাবাদের ঈদ।

ঈদ এলে বেড়ে যায় বাবাদের কাজ,
তবু আছে মুখে হাসি পুরাতন সাজ।

আলো আঁকা মায়ামাখা বাবাদের মুখ, 
আলোর ঠিকানা যেন স্নেহ ভরা বুক।

ব্যাগ ভরা খুশি নিয়ে ফেরেন কে রাত্রে, 
খুশিগুলো চাঁদ হয়ে বেড়ায় যে সাঁতরে!

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]