বাবা | আলমগীর কবির

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে

বাবা
আলমগীর কবির

বাবারা কি ভোরের পাখি 
স্বপ্ন জয়ের আশা?

কেমন আছি নেন বুঝে নেন 
দেখে চোখের ভাষা।

খুশিপুরের খুশি নিয়ে 
বাসায় ফেরেন রাতে,

হাওয়াই মিঠাই কখনো বা 
খেলনা গাড়ি হাতে।

মাথার ওপর ছাতার মতো 
রোজ দিয়ে যান ছায়া,

বুঝতে দেরি যায় হয়ে যায় 
কত যে তাঁর মায়া!

রঙিন স্বপ্ন বুকের ভেতর 
নিত্য বাঁধে বাসা,

বকাঝকার মাঝেও আছে 
লুকিয়ে ভালোবাসা।

 

কবি: আলমগীর কবির, রাজাপুর, বড়াইগ্রাম, নাটোর।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]