মোহাম্মদ আব্দুল আজিজের লিরিক ‘আমার বাড়ি হবিগঞ্জে’

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

আমার বাড়ি হবিগঞ্জে
মোহাম্মদ আব্দুল আজিজ

আমার বাড়ি হবিগঞ্জে
খোয়াই নদীর বাঁকে,
যেখানে আমার মনোপ্রাণ যেতে ব্যাকুল থাকে।।

আমাদের গ্রাম ও শহর
একই সুতোয় গাঁথা,
রূপের তো নেই কোন শেষ
যেন পাতা নকশি কাঁথা।
এপার-ওপার দু-পারবাসী
নই তো মোরা ভিন,
মাঝে বহে খোয়াই নদী
অশেষ যে তার ঋণ।
সেখানে সকাল-সন্ধ্যা দোয়েল কোয়েল ডাকে। ঐ

সেথা জ্ঞানীগুণীর পূণ্যভূমি
আমার জেলার মাটি,
নদীর পারে আমার শহর
নিপুন পরিপাটি।
সেথা গাঁয়ের মানুষ নিত্য আসে
করে বেচাকেনা,
তারা মোদের আত্মীয় হেন
কত আপন চেনা।
সেখানে আমায় যেতে শুধু হাতছানিতে ডাকে। ঐ

 

গীতিকার: মোহাম্মদ আব্দুল আজিজ (আজীজ আহমেদ, আব্দুল আজিজ)
লেখক, ছড়াকার, গীতিকার ( বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা ও বাংলাদেশ বেতার, সিলেট)।
গ্লোবাল সার্টিফাইড মাইক্রোসফ্ট অফিস প্রশিক্ষক।
কুয়িন্স, নিউ ইয়র্ক, ইউএসএ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]