আগুনস্বর | জাহান আরা খাতুন

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৩ মাস আগে

আগুনস্বর
জাহান আরা খাতুন

দিগন্তদেশ ছাপিয়ে বাজে ক্ষুব্ধ আগুনস্বর
চায়যে শুধু সত্য,ন্যায় আর
সকালটা সুন্দর।
কাড়ছে যারা গরিব দুখির নিত্য ক্ষুধার গ্রাস
রক্তচোষা পিশাচ এদের ফাগুন বারো মাস।

মুখোশধারী, নকলমানুষ, ভণ্ড, প্রতারক
স্বার্থবাদী সংস্কৃতিবান, কসাই চিকিৎসক।
কালোবাজারি, সুবিধাবাদী, চামচা, চাটুকার
খাদ্যখাবার লুকিয়েরাখা অধম মজুদ দার।
অসুন্দরের চারা গাছে দিচ্ছে পানি রোজ
নোংরা, কালো, ঘোলাজলের ভালোই রাখে খোঁজ।
মুখে মুখে বড়ো কথার এত্তো ফোটে খই
কথারসাথে ঘৃণ্য কাজের মিলটা রাখে কই?
যাদের হাতে মানবতা লাঞ্ছিত বারবার
মন মননে করছেযে চাষ লক্ষ অনাচার।
কালো টাকার গড়তে পাহাড় লজ্জা যাদের নেই 
শোষকশ্রেণি, মাদকসেবী, সন্ত্রাসী হোক যে-ই।

এই আগুনে পুড়ে পুড়ে হোক না খাঁটি আজ
নারী শিশুর ব্যবসাকরা শুধুই যাদের কাজ।

মন মননে নারীর প্রতি শ্রদ্ধা যাদের নাই
ঘৃণা ঘৃণা দাবানলে হবেই পুড়ে ছাই।
পশুর অধম নরকেরকীট,দানব জানোয়ার
পুড়ে পুড়ে ধর্ষকেরা হবেযে অঙ্গার।

আগুন স্বর এর দীপ্র শিখা চির অনির্বাণ
মধুরিমা কাঙ্ক্ষাযে তার মানব কল্যাণ।

 

কবি: জাহান আরা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]