আগ্রাসী বন্যা | সানজিদা রিফা

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

আগ্রাসী বন্যা
সানজিদা রিফা

(২০২৪ সালের বন্যা নিয়ে লেখা কবিতা)

 

কষ্টের ভার সইতে না পেরে চোখ দুটো টলমল।
সব বাধা ভেঙ্গে ওপার থেকে গড়িয়ে আসছে জল। 
চারিদিকে আজ হাহাকার আর তীব্র আর্তনাদ। 
জল সন্ত্রাসীরা খুলে দিয়েছে নদীর সকল বাঁধ।
ঘরবাড়ি, পথঘাট আজ সবই যাচ্ছে ভেসে।
এসব দেখে একদল পশু যাচ্ছে অবিরাম হেসে।
ভেসে যায় স্বপ্ন, ভেসে যায় আশা, ভেসে যায় এই বন্যায়।
পন করছি দমাতে দেব না আগ্রাসীদের এই অন্যায়। পানিবন্দীরা অপেক্ষা করছে অচেনা পথ চেয়ে।
কেউ কি ফিরবে ওই পথে 
বাচবার আশা নিয়ে।
সবকিছু যে যাচ্ছে হারিয়ে জলের তীব্র স্রোতে।
আগ্রাসীরা কি পারবে এই অন্যায়ের মাশুল দিতে?
তবে এভাবে কি কৌশলে তারা করবে আমাদের খুন?
জেনে রেখো একতার দিক থেকে আজ আমরা বহুগুণ।
এটি যদি হয় তোমাদের অন্যায়ের নতুন এক চাল।
হারবো না তবু শক্ত করে এবার ধরছি হাল।
সহায় সম্বল হারিয়ে বেদনায় ফাটছে অসহায়দের বুক।
আর নয় ছাড় প্রতিবাদের চরম অগ্নিশিখা আবার জ্বলে উঠুক।

 

কবি: সানজিদা রিফা, এইচএসসি দ্বিতীয় বর্ষ, বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম ক্যান্ট পাবলিক কলেজ।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]