পূর্বাচলের লেকে ভাসমান মরদেহের পরিচয় মিলেছে

:: মো. নুর আলম, রূপগঞ্জ ::
প্রকাশ: ১ মাস আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা (১৮)। মরদেহটি শনাক্ত করেছেন নিহতের মা চম্পা বেগম।

নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম। পরিবারের বরাতে তিনি জানান সুজানা ঢাকার ভাসান টেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এর আগে সকাল আটটার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এসময় লেকের পাশে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়।

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাতখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।