এপার বাংলা, ওপার বাংলা | মোহাম্মদ আব্দুল আজিজ

:: কলরব ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ মাস আগে

এপার বাংলা ওপার বাংলা
মোহাম্মদ আব্দুল আজিজ

এপার বাংলা ওপার বাংলা
হতো যদি ঐক্য,
থাকত না আর ঝুটঝামেলা বাড়ত শুধুই সখ্য ।

ভুলে যেত জাতি দুটির
জাতিগত দ্বেষ,
পেত সবে অখণ্ড এক নববাংলাদেশ ।

সুখের বানে একুল ওকুল
হতো একাকার,
সবার মুখে জয়ধ্বনি ওঠত বারংবার ।

দেখত ভুবন জাতবাঙালির
শক্তি-সাহস কত,
যেথায় সুখশান্তি শুধুই থাকত অবিরত ।

ভাবত যদি এমন কথা
শান্তিকামী মহল,
বাংলা ভাষাভাষী সবাই পেত হাজার বল ।

বাংলা আর আসাম মিলে 
হলে বাংলাসাম,
ঐক্যবাদীর বাঞ্ছা হতো সফল মনস্কাম।।

(আমার কল্পনাতে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য মিলে একটি দেশ। আহ! এমন যদি হতো।)

 

কবি: মোহাম্মদ আব্দুল আজিজ, নিউ ইয়র্ক প্রবাসী।


[প্রিয় পাঠক, পাবলিক রিঅ্যাকশনের প্রায় প্রতিটি বিভাগে আপনিও লিখতে পারেন। আপনার অনুভূতির কথা আমাদের লিখে পাঠান। ছবিসহ মেইল করুন opinion2mail@gmail.com এই ঠিকানায়। যে কোনো খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। পাঠকের লেখা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ।]