বিপিএল খেলবেন তামিম, আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১০ মাস আগে

বিশ্বকাপের আগে এমনকি ভারতে এই আসরের মাঝপথেও বাংলাদেশের ক্রিকেটে আলোচনার শীর্ষে ছিলেন তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপে তার খেলতে না পারা এবং দলের বাজে পারফর্ম্যান্স নিয়ে রীতিমতো টালমাটাল ছিল দেশের ক্রিকেট।
বিশ্বকাপ ব্যর্থতার পর আজ থেকে ঘরের মাটিতে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তার ঠিক একদিন আগে আবারও আলোচনায় বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে নিজের অবস্থান সুস্পষ্ট করলেন তিনি।
যেখানে বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। সেইসঙ্গে আগামী জানুয়ারির পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানান তিনি। এ প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন (দ্বাদশ জাতীয় সংসদ) নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তোবা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করব।’
গত বিপিএলে বেশ ভালোই খেলেছিলেন তামিম ইকবাল। আগামী ১৩ জানুয়ারি শুরু হওয়ার কথা টুর্নামেন্টের পরের আসর। তবে তামিম তার আগেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করব না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করব না।
আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও অপেক্ষা করছি কি হয় তা জানার জন্য।’ তবে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে যেন কোনো ধরনের প্রভাব না পরে সে বিষয়টিও পরিষ্কার করেছেন তামিম ইকবাল।
তার মতে, ‘কাল (আজ) থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করব আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে তা যেন কোনোভাবেই খেলার ওপর ইম্প্যাক্ট না পড়ে।’